সাধারণ বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

 

সাধারণ বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান


সাধারণ বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

আজকে আমরা সাধারণ বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে   এসেছি আপনাদের জন্যযেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ,   তাই সাধারণ  বিজ্ঞান বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পুরো আর্টিকেলটি ভালভাবে পড়ুন আর অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাইটটি ফলো করুন-


কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় = কালো।

মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় = অবতল।

রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয় কারণ = এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।

পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না  = মধ্যাকর্ষণ বলের জন্য।

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি = কঠিন

কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায় = সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।

নিউটন কি = বলের একক।

লাল সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায় = কালো।

ডায়নামো = যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।

কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় = পানি।

চুম্বকের আকর্ষন কোন অংশে বেশি = দুই মেরুতে।

কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস = সূর্যরশ্মি।

পানির তাপমাত্রাথেকে উন্নীত হলে পানির ঘনত্ব = বাড়বে।

কাজের একক কোনটি = জুল।

স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয় = ওজন।

স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে = প্লবতা।

দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় = লাল।

0° c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ = 332 মিটার/সেকেন্ড।

সূর্য রশ্মি কি গতিতে গমন করে = সেকেন্ডে 1,86,000 মাইল বেগে।

সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর = 8 মিনিট 32 সেকেন্ড

সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে সময় লাগে = 8.32 মিনিট।

যে সর্বোচ্চ শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা হলো = 105 ডেসিবেল।

শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ = কম থাকে।

আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক'কে বলে = কেলভিন।

ছাতার কাপড়ের রং কালো হয় কেন = কালো রং বেশি তাপ শোষন করে

বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে = টমাস আলভা এডিসন।

একজন মানুষ পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় = শোয়া অবস্থায়।

সমুদ্র নীল দেখানোর কারন হলো আপতিত সূর্য রশ্মির = বিক্ষেপন।

শব্দ বিস্তারের জন্য প্রয়োজন হয় = বায়বীয় মাধ্যমের।

ন্যানো সেকেন্ড হলো = এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ।

শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন = শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।

চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে = বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাভে।

টেলিফোনের আবিস্কারক = আলেকজান্ডার গ্রাহাম বেল।

থিউরি অব রিলেটিভিটি" এর উদ্ভাবক কে = আলবার্ট আইনস্টাইন।

বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় = টাংস্টেন।

একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ হবে = সমান বা একই হয়।

রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি নির্গত হয় = গামা রশ্মি।

পানিকে বরফে পরিনত করলে এর আয়তন = বাড়ে।

বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না = লাল , নীল, সবুজ।

কোথায় সাঁতার কাটা সহজ= সাগরে।

হীঁরা আঁধারে চক চক করে  = উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।

আবহাওয়ার 90% আদ্রতা বলতে বুঝায় = বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%

পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কী = হীরক।

বিদ্যুৎ টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় = শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয়।

কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে = কালো দেখায়।

মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারন = মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়।

দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের = বেগুনি।

To every action there is an equal and opposite reaction" The theory has given by- = Newton.

টুথপেস্টের প্রধান উপাদান = সাবান পাউটার।

পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে = 100°C

সবচেয়ে হালকা মৌল = হাইড্রোজেন।

দুধে কোন ধরনের এসিড থাকে = ল্যাকটিক এসিড।

পানিতে কি কমে গেলে মাছ অন্যান্য জলজ প্রানী মারা যায় = O2

তামা টিনের মিশ্রণে কি হয় = ব্রোঞ্জ।

বায়ু মন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে = ওজোন।

নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না = হাইড্রোজেন।

কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো = বালি।

সবচেয়ে মুল্যবান ধাতু = প্লাটিনাম।

এসিড বৃষ্টি হয় বাতাসে = সালফার ডাইঅক্সাইডের আধিক্য।

পানি জমলে আয়তন = বাড়ে।

মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত = 98.4° ফারেনহাইট।

পরম শূন্য তাপমাত্রা সমান = 273° সেন্টিগ্রেড।

বর্ষাকালে ভেজা কাপড় দেরিতে শুকায়  = বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে।

শীতকালে ঠোঁট গায়ের চামড়া ফেটে যায় কারন = বাতাসে আপেক্ষিক আদ্রতা কম থাকে।

ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় = উপরে বায়ুর চাপ কমথাকে।

গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন = কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।

পানি ঢেলে কেরোসিনের আগুন নিভানো যায় না কারন = কেরোসিন পানির চেয়ে হালকা।

অ্যামোনিয়াম সালফেট কি = একটি লবন।

কাঁচ কি দিয়ে তৈরি = Si02, যার অন্য নাম সিলিকা,

বালির প্রধান উপাদান কি = সিলিকা।

কোন জৈববস্তর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস তৈরি হয় = কার্বন মনোঅক্সাইড।

কোন গ্যাসের রং লালচে বাদামী = নাইট্রোজেন ডাইঅক্সাইড।

এসিড বৃষ্টির জন্য দায়ী = সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড।

কোন ধাতু সর্বাপেক্ষা হালকা = লিথিয়াম।

কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী = রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস।

লাফিং গ্যাস কি = No2 ( গ্যাস স্বল্প পরিমাণে গ্রহণ করলে হাসির উদ্রেক হয় বলে এরুপ নামকরণ করা হয়েছে। অস্ত্রোপাচার দন্ত্যচিকিৎসায় চেতনানাশক ব্যথা উপশমকারক হিসেবে গ্যাস ব্যবহৃত হয়)

পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবানুমুক্ত করা হয় = দুধকে।

প্রানীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় = মিথেন।

কোন ধাতু কে পোড়ালে উজ্জল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয় = সোডিয়াম।

কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে = গ্রাফাইট।

টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন = এটি দাঁতের ক্ষয়রোধ করে।

স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় = নাইট্রিক এসিড।

মানুষের রক্তের PH কত = 7.4

CNG এর পূর্নরূপ কি = Compressed Natural Gas.

অগ্নিনির্বাপক সিলিন্ডারে থাকে = তরল কার্বন ডাইঅক্সাইড।

তরল ধাতু = পারদ।

দুধের রং সাদা হয় কেন = কার্বোহাইড্রেটের জন্যে।

মানুষের বুদ্ধির বিকাশ সাধন হয় = 24 বছরে।

উদ্ভিদের সালোকসংশ্লেষণে কাজ করে = ক্লোরোফিল।

যে বস্তু আলোর সব রং প্রতিফলিত করে তার রং = সাদা।

পাউরুটিতে ছত্রাকজাতীয় উদ্ভিদ ব্যবহার হয় = ঈস্ট।

কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন = প্রস্বেদন রোধ করার জন্য।

ভাইরাস একটি = অকোষীয় জীব।

শৈবাল কোন জাতীয় উদ্ভিদ = স্বভোজী।

উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে বলে = প্রস্বেদন।

যেসব উক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে = আইসোটোপ।

শিমের বিচি" কোন ধরনের খাদ্য = আমিষ।

ডিম দুধে কোন ভিটামিন নেই = সি।

পানি বাহিত রোগ = জন্ডিস।

প্রোটিন তৈরিতে ব্যবহার হয় = অ্যামাইনো এসিড।

কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয় = এইডস্।

মানবদেহে লোহিত কনিকার আয়ুষ্কাল কতদিন = 120 দিন।

মানবদেহে কতটি হাড় আছে = 206

সকল সম্পূরক উদ্ভিদ = স্বভোজী

সর্বাধিক পটাসিয়ামযুক্ত খাদ্য কোনটি = ডাব।

হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুঁলানোকে বলে = এনজিও প্লাস্ট।

নিউমোনিয়া রোগটি হয় = ফুসফুসে।

জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে = ক্রোমোজম।

মানব দেহে বৃদ্ধির জন্য দরকার = আমিষ।

কোন রোগে মাড়ি দিয়ে রক্ত পুঁজ পড়ে = স্কার্ভি।

এইডস্ রোগ দেহের কোন কণিকা ধ্বংস করে = শ্বেত কনিকা।

মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হাওয়াকে বলে = স্ট্রোক।

আমিষের সহজলভ্য উৎস হলো = চীনাবাদাম।

বহুকোষী প্রানী নয় = অ্যামিবা (এককোষী প্রাণী)

ক্যান্সার রোগের প্রধান কারন কি = কোষের অস্বাভাবিক বৃদ্ধি।

কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে = হেপারিন।

কোনটি মশা বাহিত রোগ = ডেঙ্গু।

ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না = সালোসংশ্লেষণ।

এন্টিবায়োটিক কাজ করে = জীবাণু ধ্বংসে।

ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে = অ্যাডরেনালিন।

ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে = ভিটামিন কে।

মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় = দুধকে।

তাপে কোন ভিটামিন নষ্ট হয় = ভিটামিন সি।

মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায় = ভিটামিন

কচু খেলে গলা চুলকায় কারন কচুতে থাকে = ক্যালসিয়াম অক্সালেট।

শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো = দেহের ভারসাম্য রক্ষা করা।

কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে = লিগামেন্ট।

হৃদরোগের প্রধান কারণ = ধুম পান।

কোন পদার্থের জন্য ফুল রঙ্গিন সুন্দর হবে = ক্রোমোপ্লাস্ট।

অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন = ক্যালসিয়াম।

কোন প্রানীটি মেরুদন্ডহীন প্রানী = কেচো।

রক্ত জমাট বাঁধতে কোন ধাতুর আয়ন সাহায্য করে = ক্যালসিয়াম।

ক্লোনিং এর মাধ্যমে জম্ম নেওয়া সর্বপ্রথম ভেড়ার নাম কি = ডলি।

জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় = লিভার।

ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় = গলা।

কোনটি মৌলও নয় আবার যৌগও নয় = শর্করা।

মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় = ফুলকার সাহায্যে।

বাতাসে অক্সিজেনের শতকরা হার কত = 20.71%

বায়ু মন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি = নাইট্রোজেন।

যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশ দূষিত করে = বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি।

ভূপৃষ্ঠ থেকে বহু উপরে উঠলে শরীর ফেটে রক্ত বের হয় কেন = সেখানে বায়ুর চাপ কম থাকে।

সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায় = ভিটামিন D.

সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল = পেয়ারা।

ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় = অক্সিজেন।

বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্ম জ্বালানি = রাজ কাঁকড়া।

পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় = শুশুক।

ফল পাকানোর জন্য দায়ী = ইথিলিন।

কচু শাকে বেশী থাকে = লৌহ।

বিষাক্ত নিকোটিন থাকে = তামাকে।

ওজন স্তর সবচেয়ে বেশি ক্ষতি করে = ক্লোরিন

ওজন স্তরের ফাটল ধরার জন্য মূখ্য দায়ী গ্যাস = ক্লোরোফ্লোরো কার্বন।

অ্যানথ্রাক্স রোগের টিকা আবিস্কার করেন = লুই পাস্তুর।

কোনটি থেকে CFC নির্গত হয় না = কাগজের মিল।

যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ থাকে তখন হয় = সূর্যগ্রহন।

আলোর গতিতে পৃথিবী থেকে চাঁদে পৌছাতে লাগে = 1.5 সেকেন্ড প্রায়

মহাকাশে প্রথম প্রাণী = লাইকা নামের কুকুর।

গ্যালিলিও কি = পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

সমুদ্র বায়ু কখন কখন প্রবল বেগে প্রভাহিত হয় = অপরাহ্নে।

শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে = নাইট্রোজেন।


দ্বিতীয় পর্ব দেখতে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ