ইসলামিক জীবন
আমাদের আজকের লেখায় আমরা আপনাদেরকে ইসলামিক জীবন সম্পর্কে একটি সুন্দর গল্প তুলে ধরবো, গল্পটি ইসলামিক জীবনের আদর্শ নিয়ে, গল্পটি আপনার জীবনকে বদলে দিতে পারে এবং আপনাকে দিতে পারে একটি ইসলামিক জীবন
নীতি গল্প
একদিন এক ব্যক্তি জঙ্গলে ঘোরার সময় হঠাৎ একটি হিংস্র সিংহ তাকে ধাওয়া করে, সে জীবন বাঁচাতে জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। সে ভাবতে থাকে বেয়ে ওঠার মতো একটি উপযোগী গাছ পেলে লাফিয়ে গাছে উঠে যাবে। অনেক সময় দৌড়ানোর পর সেএকটি গাছ পেয়ে যায় বেয়ে ওঠার মতো, তাই সে কোন চিন্তা না করে দ্রুত লাফিয়ে গাছে উঠে যায়। গাছে ওঠার পর লক্ষ্য করলো গাছটিতে বসার মত খুব একটা ডালপালা নেই, সে একটি ডালে উপরের অংশ উঠে গেল এবং সেখানে বসে পরলো। নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করল যে,সিংহটি সেই গাছের নিচে স্থির হয়ে দাঁড়িয়ে আছে যেন সে গাছের নিচে নামলেই তাকে খেয়ে ফেলবে। হঠাৎ কাঠ ঠোকরানোর আওয়াজে আঁতকে ওঠে, সে দেখতে পেল দুটি ইঁদুর একটি সাদা ইঁদুর, অন্যটি কালো ইঁদুর ডালের চতুর্পাশে ঘুরছে আর ঠুকরে ঠুকরে কাঠ খাচ্ছে।
সেখান থেকে পরিত্রাণের উপায় খুঁজতে লাগল আর ভাবতে লাগলো সে ডালের নিচের অংশ যেতে পারবেনা সিংহটি তাকে ধরে ফেলবে, আবার এখানে বেশিক্ষণ বসে থাকলে ইঁদুর গাছের ডাল টি খুব দ্রুত খেয়ে শেষ করে ফেলবে সে ক্ষেত্রে সে নিচে পড়ে গেলে সিংহটি তাকে ধরে ফেলবে। সে ভাবতে লাগলো কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়, সে আবারও দেখতে পেল ডালের নিচে একটি বিশাল বড় কাল সাপ মুখ হা করে আছে যেন সে ডাল থেকে নিচে পড়লে তাকে গিলে ফেলবে।
এমন সময় তার শরীরের উপর কিছু একটা তরল পদার্থ অনুভব করল, সে হাত দিয়ে দেখল তরল পদার্থটি আঠা যুক্ত, উপরের দিকে তাকিয়ে দেখল একটি মৌচাক থেকে ফোটা ফোটা মধু পড়ছে। সে ভাবল মুখ হা করে খুব সহজে একটু মধু খেয়ে দেখতে পারে। তাই সে মুখ হা করে এক ফোঁটা মধু খেয়ে নিল, এক ফোঁটা মধু খাওয়ার পর তার ভালোলাগার অনুভূতি হল, তার আরো ও এক ফোঁটা মধু খাওয়ার ইচ্ছে হলো। এভাবে সে কিছু সময় ধরে মধু খাওয়ায় মজে গেল, সে ভুলে গেল দুটি দূরের কথা যারা ক্রমাগত কাঠ খেয়ে যাচ্ছে, নিচে অপেক্ষাকৃত সিংহের কথা যে তাকে ধরার জন্য বসে আছে, এবং কাল বিষাক্ত সাপের কথা যে মুখ হা করে তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। মধুর লোভে সে সবকিছু বেমালুম ভুলে গেল।
এমন সময় হঠাৎ ঘুম ভেঙে গেল, এবং সে খুবই চিন্তিত হয়ে গেল যে স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? কেন সে এমন স্বপ্ন দেখলো? অবশেষে সে একজন ইসলামিক আলেমের কাছে গেল স্বপ্নের ব্যাখ্যা জানতে আলেম তাকে জানালেন স্বপ্নটি তার জীবনের একটি সত্য গল্প, সে আরো উৎসুক হয়ে গেল, সে জানতে চাইল স্বপ্নের ব্যাখ্যা কি?
এবার আলেম তাকে বিস্তারিত বললেন যে তুমি যে সিংহ কেকে দেখেছো যে তোমাকে তারা করেছিল, ওই সিংহটি হচ্ছে তোমার মৃত্যু। তুমি যতই দৌড়া না কেন মৃত্যু থেকে, নির্দিষ্ট সময়ে তুমি মৃত্যুর স্বাদ ভোগ করবে। ইঁদুর 2টি ছিল দিন এবং রাতের প্রতীক, সাদা ইঁদুরটি মানে হল দিন আর কালো ইঁদুর হল রাত আর তারা যে ক্রমাগত ডালটি খেয়ে যাচ্ছিল তার মানে হল একটি দিন এবং একটি রাত চলে যাচ্ছে মানে তোমার মৃত্যু তোমার কাছে চলে আসছে অর্থাৎ তারা তোমার সময় খেয়ে নিচ্ছে নিয়মিত। আর অপেক্ষারত হাঁ করে থাকা কাল সাপ কি হলো তোমার কবর, যে সব সময় তোমার অপেক্ষায় আছে, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে তোমাকে আলিঙ্গন করবে। এবার ঐ ব্যক্তিটি খুবই চিন্তিত হলো এবং প্রশ্ন করল, তাহলে উপরে মৌচাকের মধু এটার ব্যাখ্যা কি? তখন আমি তাকে বলল, উপরের মৌচাকের মধু হচ্ছে এই দুনিয়া, যে দুনিয়ার মোহ করে তুমি তোমার মৃত্যু, আখিরাত, কবর সব ভুলে বসে আছো অথচ তারা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে সঠিক সময়ের।
স্বপ্নের ব্যাখ্যা জানার পর লোকটি আর স্থির থাকতে পারলো না সে কান্না শুরু করে দিল, সে ভাবতে লাগল সত্যিই তো এই সামান্য পৃথিবীর কয়দিনের জীবনের জন্য আমি আমার অনন্তকাল আখেরাতের জীবনকে ভুলে বসে আছি, আমাকে যেকোনো সময় মরতেই হবে এটা চিরন্তন সত্য, কবর আমার জন্য অপেক্ষারত আছে আর আমি এখানে সবকিছু বেমালুম ভুলে দুনিয়া নিয়ে পড়ে আছি। এ গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, এবং আমাদের জন্য অপেক্ষা মানুষকে আছে যেখানে কোন সঙ্গীর সাথে কেউ থাকবে না প্রত্যেককে একা থাকতে হবে। তাই এই দুনিয়ার জীবনের মোহে না পড়ে চলুন আমরা সবাই আখিরাতের জীবনের কথা ভাবি আখিরাতের জন্য কাজ করে যায়। আখিরাতের জন্য কাজ করলে আমরা পৃথিবীতে যেমন শান্তি পাব মৃত্যুর পর বাবা এক অনাবিল সুখ শান্তি চিরস্থায়ী জায়গা জান্নাত। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ ক্ষমা করে দিক, আমাদের সবাইকে জান্নাতবাসি করুন- আমিন
আমাদের সাইট টি ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আর এরকম আরো ইসলামিক সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সাইটটি অনুসরণ বা ফলো করুন, ধন্যবাদ সবাইকে।
1 মন্তব্যসমূহ
nice post
উত্তরমুছুন